About Us

About Darul Ulom Muinus Sunnah

"দারুল উলুম মূঈনুস সুন্নাহ, দ্বীনি ও দুনিয়াবী শিক্ষার সমন্বয়ে গঠিত একটি যুগোপযোগী মাদ্রাসা। সিলেট মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোডের কাছেই এ প্রতিষ্ঠানের ভূগৌলিক অবস্থান। ১৪০৮ হিঃ তথা ১৯৮৭ খৃষ্টাব্দে এর প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই জমিদাতা বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মুসলেহুদ্দীন (রহঃ) এর হাত ধরে এখন পর্যন্ত অর্জন করেছে অসংখ্য সুনাম সুখ্যাতি। বর্তমানে উনার চতুর্থ সন্তান হাফেজ মাওলানা মুফতী সিরাজুদ্দীনের যোগ্য নেতৃত্ব ও দক্ষতার ছায়াতলে উন্নতি করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির আজ প্রায় ৩৭ বছর সম্পন্ন হতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এমন কিছু কলম সৈনিক তৈরি করা যারা এক হাতে কোরআনের মশাল অন্য হাতে দুনিয়াবী বস্তু নির্ভর পাথেয় গুলো কাজে লাগিয়ে আল্লাহর দ্বীন প্রচার করা। আল্লাহর কালিমা বুলন্দ করা।"